২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শৈলকূপা পৌরসভায় নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনায় গ্রেফতার ১

শৈলকূপা পৌরসভায় নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনায় গ্রেফতার ১ - ছবি : প্রতীকী

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টু হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বাপ্পী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামাদের আসামি করে শৈলকূপা থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার প্রধান আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ দিকে ঘটনার কয়েক ঘণ্টা পর পার্শবর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর লাশ উদ্ধারের ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলার বারুইপাড়া এলাকার কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার প্রধান আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি (তদন্ত) মহাসিন হোসেন।


আরো সংবাদ



premium cement