২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দর্শনায় বিজিবি-বিএসএফ সম্মেলন অনুষ্ঠিত

দর্শনায় বিজিবি-বিএসএফ সম্মেলন অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দর্শনা চেকপোস্টের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈঠক শুরু হয়।

সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া শাহাদৎ খান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কর্ণেল শ্রী প্রমোদ কুমার আনন্দ।

এ সময় বিজিবির ১১ জন ও বিএসএফ’র ১০ জন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নেন।

সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া শাহাদৎ খান জানান, সীমান্ত হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার রোধ, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করতে নিয়মিত যৌথ টহল করাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।


আরো সংবাদ



premium cement