২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্সে হযরত মহানবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করার প্রতিবাদে মানববন্ধন

ফ্রান্সে হযরত মহানবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করার প্রতিবাদে মানববন্ধন - নয়া দিগন্ত

শরণখোলায় ফ্রান্সে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন করার প্রতিবাদে ইমাম পরিষদের আহবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শরণখোলা প্রেসক্লাব চত্তর থেকে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় পর্যন্ত উভয় পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

শুক্রবার দুপুরে (জুমায় নামাজ বাদ) রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও শরণখোলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মুফতী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে হাফেজ মাহাদী হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল লতিফ, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা শাহরিয়ার নবীন।

মুফতী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, অবিলম্বে ফ্রান্সের বহুতল ভবন থেকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন সরিয়ে ফেলতে হবে এবং সাড়া বিশ্বের তাওহীদি মুসলিম জনতার কাছে ক্ষমা চাইতে হবে। নতুব সকল ইসলামী দল নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচী ঘোষণা করা হবে।

এছাড়া সকল বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানান। পরে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ’র ছবি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।


আরো সংবাদ



premium cement