১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় পাটকল চালুর দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

খুলনায় পাটকল চালুর দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ -

বন্ধ করে দেয়া রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে খুলনার আটরা শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের সঙ্ঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এ অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, ইট-পাটকেল ও টিয়ারগ্যাস নিক্ষেপে ফলে এক নারী শ্রমিকসহ দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

জানা গেছে, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ সোমবার বেলা ১১টা থেকে ইস্টার্ন গেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শুরু করে। কর্মসূচি শুরুর মিনিট দশেক পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তাদের তুলে দেয়ার উদ্যোগ নিলে গোলযোগ শুরু হয়।

পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, আমরা শান্তিপূর্ণ অবরোধ শুরু করি। পুলিশ সকলকে তুলে দেয়ার চেষ্টা করায় উত্তজনার সৃষ্টি হয়। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে দু’জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে আহমেদ তাসনিম শ্যামলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো একজন নারী শ্রমিক আহত হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে তৎপর হয়। এ বিষয়ে বিস্তারিত কেএমপির মিডিয়া সেল থেকে জানানো হবে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!

সকল