২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় ‘জড়িত’ ১২ জন শনাক্ত

-

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে আটক দেখিয়েছে পুলিশ। এ হত্যা মিশনে জড়িত ১২ জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এর মধ্যে অপর সাতজন কিশোর বন্দি হওয়ায় তাদের কেন্দ্রে নজরদারিতে রাখা হয়েছে।

আটককৃতরা হলেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, প্রবেশন অফিসার মুশফিক আহমেদ, ফিজিক্যাল ইনসট্রাক্টর শাহানুর রহমান, টেকনিক্যাল ইনসট্রাক্টর ফারুক হোসেন।

যশোর ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ জানান, নিহত পারভেজের বাবা রোকা মিয়া শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে কেন্দ্রে বন্দিদের মারপিট ও হত্যার ঘটনায় ১২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, প্রবেশন অফিসার মুশফিক আহমেদ, ফিজিক্যাল ইনসট্রাক্টর শাহানুর রহমান, টেকনিক্যাল ইনসট্রাক্টর ফারুক হোসেন উপস্থিত থেকে মারপিটে অংশ নেন বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তারা নির্যাতনের কাজে কেন্দ্রের বন্দি সাত কিশোরকে ব্যবহার করেন। জড়িত ওই কিশোরদের নজরদারিতে রাখা হয়েছে। বন্দি হওয়ায় এখনই তাদের আটক করা সম্ভব হচ্ছে না। আগামীকাল রোববার আদালতের মাধ্যমে তাদের এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারপিটের ঘটনায় তিন বন্দি কিশোর নিহত হয়। এ হত্যার ঘটনায় সমাজসেবা অধিদফতর দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement