২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাস্তার পাশে ছটফট করছে কাপড়ে মোড়ানো নবজাতক

প্রতীকী ছবি - , সংগৃহীত

যশোরের বাগআঁচড়ায় রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তালেব বলেন, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

সাতমাইল গ্রামের শফিকুল ইসলাম বলেন, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটা কিছু নড়াচড়া করতে দেখি। তখন ওর কাছে গিয়ে দেখি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু ছটফট করছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চেওয়ারম্যান ও পুলিশকে জানাই।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনা বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার বিশ্বাসকে জানানো হয়েছে। নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছে চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল। শিশুটিকে আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে। বৈধ অভিভাবক না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বলেন, এটা শুনেছি। এতে পুলিশের কোনো ভূমিকা নেই। এটা স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাজ। যদি অপরাধ হতো তবে আমরা ব্যবস্থা নিতাম। যদি শিশুটি মরে যায় তখন আমরা ব্যবস্থা নেব।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল