২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড -

খুলনায় অস্ত্র মামলায় সুমন শেখ (২৩) নামে এক যুবকের ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে । বৃহস্পতিবার খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুমন পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-৬’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের মজিদ মোড়লের ইটভাটার সামনে থেকে সুমন শেখকে একটি দেশী ওয়ান সুটারগান ও গুলিসহ আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি জয়নাল আবেদীন পাইকগাছা থানায় অস্ত্র আইনে পৃথক ধারায় মামলা দায়ের করেন।

আদালত শুনানি শেষে বৃহস্পতিবার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


আরো সংবাদ



premium cement