২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৮ জুটমিল শ্রমিকদের ৪ সপ্তাহের মজুরী প্রদান

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৮ জুটমিল শ্রমিকদের ৪ সপ্তাহের মজুরী প্রদান - সংগৃহিত

বন্ধ ঘোষিত খুলনার আলীম জুট মিল ব্যতীত ৮টি রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকদের ৪সপ্তাহের মজুরী মঙ্গলবার প্রদান করা হয়েছে। মামলার কারণে আলিমের শ্রমিকদের মজুরী প্রদান করা হয়নি।

বিজেএমসি সূত্রে জানা যায়, খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ, যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকদের জুন মাসের চার সপ্তাহের মজুরী বাবদ ২৭ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসব মিলের শ্রমিকদের ১২ থেকে ১৫ সপ্তাহের মজুরী বকেয়া ছিল বলে জানা গেছে।

বিজেএমসি খুলনার ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়ক মো. গোলাম রব্বানী জানান, মঙ্গলবার খুলনার আলীম জুট মিল বাদে অন্যান্য আটটি পাটকলের শ্রমিকদের জুন মাসের বকেয়া চার সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে। মালিকানা জটিলতা নিয়ে মামলার কারণে আলীম জুট মিলের শ্রমিকদের মজুরী দেয়া যায়নি।


আরো সংবাদ



premium cement