২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাঁঠালের দাম ২০ টাকা, তবুও নেই ক্রেতা

কাঁঠালের দাম ২০ টাকা, তবুও নেই ক্রেতা - ছবি : নয়া দিগন্ত

চলতি মধু মৌসুমে চুয়াডাঙ্গায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে জেলার কাঁঠালের বাজারগুলো ক্রেতা শূন্য। যার ফলে এ বছর ১০০ টাকার কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। তারপরেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এ কারণে চাষি ও ফড়িয়ারা বাজারে কাঁঠাল এনে প্রতিদিন লোকসান গুণছেন। গত মৌসুমে ২৭৫ হেক্টর জমি কাঁঠালের বাগান থাকলেও চলতি মৌসুমে তা বেড়ে ২৮৫ হেক্টর হয়েছে।

জানা যায়, চলতি বছর চার হাজার টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাড়ে পাঁচ হাজার টনের বেশি কাঁঠাল উৎপাদন হয়েছে। জেলার চাহিদা মিটিয়েও এ অঞ্চলের সর্ববৃহৎ কাঁঠালের হাট ভালাইপুর, জয়রামপুর, ডুগডুগি, শিয়ালমারী, আন্দুলবাড়ীয়া, জীবননগর, হাসাদাহ, দশমাইলসহ ১৪টি হাট থেকে প্রতিদিন শত কোটি টাকার কাঁঠাল রফতানি হতো দেশের বিভিন্ন জেলায়। কিন্তু এ বছর করোনার কারণে তা হচ্ছে না এবং কাঁঠালের বাজারে ক্রেতাও আসছে না। ফলে কৃষক ও ফড়িয়ারা পড়েছেন বিপাকে।

কৃষক ও ফড়িয়ারা জানান, কাঁঠালের ক্রেতা না থাকায় কৃষকদের গাছে ও ফড়িয়াদের আড়তে কাঁঠাল পচে নষ্ট হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়, করোনার কারণে এ বছর কাঁঠাল চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আড়ৎদাররা জানান, যদিও কাঁঠাল কেনা হচ্ছে। কিন্তু পরিবহনের অভাবে দেশের বড় বড় মোকামে কাঁঠাল পাঠানো সম্ভব হচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান জানান, চুয়াডাঙ্গা থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঁঠাল রফতানি হয়। কিন্তু এ বছর করোনার কারণে বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও মাদারীপুরে এ বছর কাঁঠালের মোকামে কাঁঠাল নেয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় বাজারেও এবার চাহিদা কম হওয়ায় এ জেলার কাঁঠালের চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে, দেশের জাতীয় ফল কাঁঠাল উৎপাদনের ভরা মৌসুমে কৃষক ও ফড়িয়ারা সরকারের কাছে পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল

সকল