২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনায় মৃতদের দাফন কাজে ইমাম-ওলামাদের মাঝে ইউএনওর পিপিই প্রদান

করোনায় মৃতদের দাফন কাজে ইমাম-ওলামাদের মাঝে ইউএনওর পিপিই প্রদান - ছবি : নয়া দিগন্ত

করোনায় আক্রান্ত হয়ে মৃতদের গোসল ও দাফন-কাফনের কাজে গঠিত ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদের মাঝে পিপিই (পার্সোনাল প্রোটেক্টশন ইক্যুইপমেন্ট) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম এ স্বাস্থ্য সুরক্ষা হস্তান্তর করেন।

করোনায় মৃতদের গোসল ও কাফন-দাফন নিয়ে বিভিন্নস্থানে জটিলতা সৃষ্টি হচ্ছে। সংক্রমণের আশঙ্কায় আপনজনেরও এগিয়ে আসছেন না। ফলে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন কাজটি করছেন। মানবিক কারণে বিষয়টি উপলব্দি করে দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও ওলামা পরিষদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠিত হয়েছে। নারীদের গোসলের জন্যে রয়েছে পৃথক টিম। প্রাথমিকভাবে সেচ্ছাসেবক টিমকে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই (পার্সোনাল  প্রোটেক্টশন ইক্যুইপমেন্ট) প্রদান করেছিলেন।

স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামান ও দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও ওলামা পরিষদ নেতা মুফতি মো: ফয়জুল করিম উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা কাজী আব্দুল হাই প্রমুখ।


আরো সংবাদ



premium cement