২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মহম্মদপুরে প্রাথমিকের ৫ সহস্রাধিক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে টিভি অনলাইন ক্লাসের

মহম্মদপুরে প্রাথমিকের ৫ সহস্রাধিক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে টিভি অনলাইন ক্লাসের -

মাগুরার মহম্মদপুর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ সহস্রাধিক শিক্ষার্থী টিভি-অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছে না। উপজেলা শিক্ষা অফিসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাস পরিচালনা শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৭ এপ্রিল থেকে যার ক্লাস শুরু হয়। প্রতিদিন সংসদ টেলিভিশনে অনুষ্ঠিত এসব ক্লাসে অংশ নিতে পারছে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের পড়াশোনার ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদানের কর্মসূচি সম্প্রচার শুরু করা হয়। টিভিতে ক্লাসের প্রতিদিনের সূচি প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

আরো জানা যায়, টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দেবে বলে বলা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২২ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ১০ হাজার ১৯৭ অভিভাবকের বাসায় টেলিভিশন আছে। ৩ হাজার ২০১ শিক্ষার্থী বিকল্প ব্যবস্থায় সংসদ টিভি দেখতে পারছে। এছাড়া বাসায় বা বাড়িতে স্মার্ট মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সক্ষমতা আছে ৩ হাজার ৬৬৭ অভিভাবকের। এদিকে ৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী টিভি অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছে না।

উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, টিভি অনলাইনে ক্লাসের সুবিধা না থাকা ওইসব শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বাড়ি বা শিক্ষকদের বাড়িতে যেখানে সুবিধা আছে সেখানে গিয়ে পাঠ গ্রহণ করার জন্য বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন

সকল