২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া বৃদ্ধকে অটো ভ্যান উপহার

শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া বৃদ্ধকে অটো ভ্যান উপহার। - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধকে অটো ভ্যান উপহার দেয়া হয়েছে। উদ্ভাবনী চেতনা সংসদের উদ্যোগে শুক্রবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব চত্বরে এ ভ্যান উপহার দেয়া হয়।

উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ৫০ বছর বয়সী বৃদ্ধ কর্মহীন আবেদ আলী ৪৫ হাজার টাকা মূল্যের এ অটো ভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উদ্ভাবনী চেতনা সংসদের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সংবাদকর্মীরা ছিলেন।

পরে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৩০০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। আমফানে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা বিনামূল্যে এ সবজি বীজ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement