২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যশোরে সাঈদীর মুক্তি নিয়ে ৪০০ ইমামের বিবৃতি

যশোরে সাঈদীর মুক্তি নিয়ে ৪০০ ইমামের বিবৃতি - ছবি : সংগৃহীত

যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে যশোর সদর উপজেলার ৪০০ মসজিদের ইমাম বিবৃতি প্রদান করেছেন। বৃহস্পতিবার তারা এ বিবৃতি প্রদান করেন।

সম্মিলিত এ বিবৃতিতে তারা বলেছেন, মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ৫০ বছর ধরে দেশে বিদেশে কুরআনের তাফসির পেশ করেছেন। জাতীয় সংসদে দু’বার নিজ এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন।

বহু মানুষ তার তফসির শুনে ইসলামী জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছেন। লাখো তরুণ পেয়েছেন আলোর দিশা। পেয়েছে আল্লাহর পথে চলার প্রেরণা। দেশ-বিদেশের মানুষ হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন। তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর।

বার্ধক্যজনিত নানা জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমনে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। মানুষ তার মুক্তি চায়। ইতোমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য তারা সরাকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিদাতা ইমামদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, হাফেজ জুলফিকার আল মাহমুদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এএসএম হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মওদুদ, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মুশফিকুর রহমান, হাফেজ মাওলানা সাদেকুর রহমান , হাফেজ মাওলানা মঈন উদ্দীন, মাওলানা আব্দুল মালেক খান, মাওলানা আবদুল মোমিন, মাওলানা শাহজাহান আলী, হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, মাওলান আবুল হাসান, মাওলানা আকরাম হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সাজেদুল ইসলাম, হাফেজ মাওলানা মুসতাঈন বিল্লাহ, হাফেজ আল আমিন, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ এনামুল হক, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ হুসাইন আহমেদ, মাওলানা আবদুল হাই সিদ্দিকী, হাফেজ মাওলানা আবদুল কাদের প্রমুখ।  


আরো সংবাদ



premium cement