১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সাঈদীর মুক্তির দাবিতে খুলনার বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

সাঈদীর মুক্তির দাবিতে খুলনার বিশিষ্ট নাগরিকদের বিবৃতি - ছবি : সংগৃহীত

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জনিয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম এ কে নওশের, সাবেক ওয়ার্ড কমিশনার মাওলানা এ বি এম হাবিবুর রহমান, সাবেক ওয়ার্ড কমিশনার খান মুনছুর আলী, এ্যাড: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও মো: আশরাফ হোসেন, উচ্চ মাধ্যমিক ও শিক্ষাঅধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আওরঙ্গজেব, সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ মো: আশরাফ হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এ্যাড: আব্দুল মালেক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি যথাক্রমে এ্যাড: মোল্ল্যা বজলার রহমান, এ্যাড: কাজী আব্দুল বারী, এ্যাড: আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এ্যাড: শেখ সাবেক পিপি এ্যাড: মনজুর উল আলম, এ্যাড: মোল্লা মাছুম রশিদ, এ্যাড: মনঞ্জুর আহমেদ, এ্যাড: আব্দুল মাজেদ, জেলা আইনজীবী সমিতি সাবেক সেক্রেটারি মোল্ল্যা মশিউর রহমান নান্নু, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার ও মনিরুজ্জামান, সিনিয়র আইনজীবী শেখ আলফাজ হোসাইন, এ্যাড: মাহফুজুর রহমান মফিজ, গোলাম মনি, মোক্তার মল্লিক, বদরুজ্জামান, নুরুল ইসলাম নুরু, কামরুল ইসলাম, মনজুর কাদের, মো: সালাহ উদ্দীন, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, আব্দুস সাত্তার, হুমায়ুন কবীর, গোলাম মোস্তফা, মো: মনজুর কাদের, মো: মোশাররফ আলী, মো: রায়হান উদ্দীন, একেএম নওশের আলী, আসিকুজ্জামান, মাহবুবুর রহমান, মফিজুল ইসলাম এমডি, সাফায়েত হোসেন, আলহাজ্ব আব্দুস সামাদ, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা লাবীবুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা মহিউদ্দীন, অধ্যক্ষ মাওলানা শেখ ফরিদ উদ্দীন, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আবুল হোসেন, মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, হাফেজ মাওলানা আশরাফ আলী, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আবুল বাশার জিহাদী, মাওলানা হেকমত আলী ও মাওলানা হেদায়েতুল্লাহ।

বিবৃতিতে তারা ১০ বছর ধরে কারাগারে বন্দী নানান জটিল রোগে আক্রান্ত আল কুরআনের তাফসীরকারক মাওলানা সাঈদীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব বিষয় ও করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কথা বিবেচনা করে অবিলম্বে তার মুক্তি দেয়ার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
ভোলায় হঠাৎ অসুস্থ ২৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১ ‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব’ নারায়ণগঞ্জের বাজারগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অর্ধেকে নামল ‘নবীর শিক্ষা জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ’ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার মিয়ানমারের মর্টারের গোলার শব্দে কেঁপে ওঠল বাংলাদেশ সীমান্ত সেহেরির মাইকিং করায় ৫ যুবক পুলিশি হেনস্তার শিকার ডেঙ্গু মোকাবেলায় সারাদেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ চৌগাছায় এক দিনেই ২ নারীর আত্মহত্যা, ব্যর্থ ৪ আল শিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী

সকল