২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঝিনাইদহে করোনার লক্ষণ নিয়ে মৃত্যু, বাড়ী লকডাউন

ঝিনাইদহে করোনার লক্ষণ নিয়ে মৃত্যু, বাড়ী লকডাউন - সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক এক পুলিশ সদস্য (৭০) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই বাড়ী ও রাস্তা লকডাউন করে দিয়েছেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রশিদ জানান, কোটচাঁদপুর শহরের গালর্স স্কুল সড়কের সাবেক পুলিশ সদস্য দীর্ঘ দিন ধরে ডায়াবেটিকস ও শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। ১২/১৩ দিন আগে তিনি ফরিদপুর যান। সেখান থেকে এসে জ্বরে পড়েন ও শ্বাসকষ্ট বেড়ে যায়। শনিবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন।

তিনি আরো বলেন, যেহেতু ফরিদপুর থেকে ঘুরে এসে শ্বাসকষ্টসহ জ্বরে পড়েন সে কারণে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

কোটচাঁদপুরে থানার ওসি মাহবুবুল আলম বলেন, মৃতের বাড়ী ও বাড়ীতে যাওয়ার রাস্তাাটি লকডাউন করা হয়েছে। মৃতের গোছল, দাফন-কাফনের জন্য ৫ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। স্বল্প পরিসরে জানাজা দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement