২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনা পরীক্ষা এবার খুলনায়

করোনা পরীক্ষা এবার খুলনায় - ছবি : সংগৃহিত

করোনাভাইরাস শনাক্তসহ নানা জটিল রোগের নমুনা পরীক্ষার পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে।

মেডিকেল কলেজের তৃতীয়তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। পিসিআরে সন্দেহভাজন করোনা রোগীদের রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনে কোভিড-১৯ পরীক্ষা করতে পারব। ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে।

সোমবার ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসবেন। মেশিনটি  এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে। এখনো মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি, আগামী শনিবার থেকে পিসিআর মেশিন দিয়ে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

কিট প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞরা আসার সময় কিট নিয়ে আসবেন। কিট ছাড়াতো করোনাভাইরাস পরীক্ষাই করা যাবে না।

 


আরো সংবাদ



premium cement