২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঝিনাইদহে ২৭ পশু হাট বন্ধ ঘোষণা

ঝিনাইদহে ২৭ পশু হাট বন্ধ ঘোষণা - ছবি : সংগৃহীত

ঝিনাইদহে নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশফেরত রয়েছেন ৬৬ জন। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রাখা হলো ৫৫৩ জনকে। নতুন হোম কোয়ারেন্টাইনে সদর উপজেলায় ২০জন, শৈলকুপায় ১৯, হরিণাকুন্ডুতে ২, কালীগঞ্জে ১৮, কোটচাঁদপুরে ৩ ও মহেশপুরে ৭ জনকে রাখা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে ২১৮ জনকে।

অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে জেলার ২৭টি পশু হাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকানপাট থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সরোজ কুমার নাথ জানান, সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই চায়ের দোকানে টেলিভিশন অপসারণ, গান-বাজনা বাজানো বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে বেশ কিছু টেলিভিশন অপসারণ করে মালিকদের সতর্ক করা হয়েছে। এছাড়া পশু হাট বন্ধে মাইকিং করা হয়েছে।


আরো সংবাদ



premium cement