২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বাগেরহাটে বিদেশফেরত ৩৩০০, হোম কোয়ারেন্টাইনে ৫৯৪

-

করোনা আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে ফিরে আসা তিন হাজার ৩০০ জনের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মাত্র ৫৯৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। এদের মধ্যে এক তরুণীকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবীর জানান, জেলায় এখনো হোম কোয়ারেন্টাইনের বাইরে থাকা বিপুল সংখ্যক প্রবাসী রয়েছেন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।

বিদেশফেরত প্রবাসীরা যাতে হোম কোয়ারেন্টাইন থেকে বের না হয় সেজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশকেও কাজে লাগানো হয়েছে। দু’টি ওয়ার্ল্ড হ্যারিটেজ- সুন্দরবন ও ষাটগুম্বজ মসজিদ ছাড়া বন্ধ করে দেয়া হয়েছে জেলার সব বেসরকারি পর্যটন কেন্দ্র। গ্রাম পর্যায়েও করোনার হাত থেকে রক্ষায় সচেতনাতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জেলা সদরসহ ৯টি উপজেলার হাসপাতাল ও আইসোলেশন সেন্টার।


আরো সংবাদ



premium cement