২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৮৯ শতাংশ ফেল

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্থান্তর করেন ইউনিট স্বমন্নয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

ইউনিট সমন্বয়কারী সূত্রে, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় মোট ৭ হাজার ৭২৬ ভর্তিচ্ছু অংশ নেয়। পাশ করে ৮৩৬ শিক্ষার্থী। মেধাতালিকায় রয়েছে ৪৫০ শিক্ষার্থী। অপেক্ষমাণ তালিকায় রয়েছে ৩৭৯ শিক্ষার্থী। পাশের হার ১১ শতাংশ। ফল প্রকাশের সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফল সহ ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement