২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবনসহ ৬ জনের সাজা

-

খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ইউনুস হত্যা মামলায় একটি ধারায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড এবং অপর একটি ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর মৌলভী পাড়া টিবি বাউন্ডারি রোডের চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া সোহেল শেখ (১৮), ফুলবাড়ি গেট দারোগার বাজার এলাকার সাব্বির হোসেন ওরফে তপু (২৬) ও একই এলাকার রুবায়েত হোসেন ওরফে রুবেল (৩৪)। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলার অপর তিন আসামি নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার রানা কবির (৩৬), খানহাজান আলি থানাধীন যোগীপোল এলাকার হাফিজুর রহমান (৩৯) ও দৌলতপুর কালিবাড়ি সাহেব পাড়া কেদার নাথ ক্রস রোডের পংকজ চন্দ্র শীলকে ২০১ ধারার অপরাধে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ তিনজনের মধ্যে হাফিজুর রহমান ও পংকজ চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুন ভোরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সেতু ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ইউনুসকে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করা হয়। মামলার এক আসামি সোহেল ওই ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। বিভিন্ন বিষয় নিয়ে ইউনুসের সাথে তার দ্বন্দ্ব ছিল। এ কারণে তাকে চাকরি থেকে বাদ দেয় মালিকপক্ষ। এ প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটায় আসামিরা।

এ ঘটনায় নগরীর গগন বাবু রোডের নিহত ইউনুসের বাবা মো: আমজাদ হোসেন মোড়ল বাদী হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো: মনিরুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ আদালতে ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল