১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ চার ‘জলদস্যু’ নিহত

-

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধানসহ চার দস্যু নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার ভোরে খুলনা জেলার কয়রা উপজেলাধীন বনের গভীরে এ ঘটনা ঘটে।

নিহত চার দস্যুর মধ্যে বাহিনী প্রধান আমিনুল এবং ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড (উপ অধিনায়ক) রফিকের নাম জানা গেলেও অপর দুই দস্যুর নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

খুলনা র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সুন্দরবনে অভিযান শুরু করা হয়। রাত শেষে মঙ্গলবার ভোরের দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। থেমে থেমে বেশ কিছু সময় গোলাগুলির এক পর্যায়ে দস্যুরা পিছু হটলে বন তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় চার দস্যুকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া, ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা সালেহীন ইউসুফ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা

সকল