২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শিশু ধর্ষণের চেষ্টা : বখাটের বিরুদ্ধে মামলা

- ছবি : সংগৃহিত

বাগেরহাটের শরণখোলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে মেয়েটির ফুফু রুনা বেগম বাদী হয়ে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের আবুল তালুকদারের বখাটে ছেলে সাব্বির (২৫) এর নামে মামলাটি দায়ের করেন। শরণখোলা থানা পুলিশ ভিকটিমের জবানবন্দী রেকর্ড করার জন্য রোববার দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (শুক্রবার) দুপুরে মেয়েটি প্রতিবেশী ফুল মিয়ার বাড়ির ফ্রিজে মাছ রেখে ফিরছিল। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা সাব্বির তাকে একা পেয়ে মুখ চেপে ধরে রব্বানী মুন্সীর স’মিলের কাছে রাখা একটি ইজিবাইকে টেনে তুলে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে বখাটে সাব্বির পালিয়ে যায়।

মামলার বাদী রুনা বেগম জানান, দুই বছর বয়সে তার ভাইঝিকে ফেলে রেখে মা অজিফা বেগম চলে যায়। বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। এ কারণে তাকে সময়মতো স্কুলে ভর্তি করাতে পারিনি। বর্তমানে সে ৬৮ নম্বর দক্ষিণ মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পর সাব্বির তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা এলাকার প্রভাশালী হওয়ায় শত অপরাধ করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেনা। ওই পরিবারের লোকজন অনেক আগে থেকেই তাদের ওপর নানাভাবে নির্যাতন করে আসছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সূষ্ঠু বিচার দাবি করেছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য মেয়েটিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল