০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

আইনজীবী আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর শহরের পায়রা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সামাবেশ করা হয়।

এ সময় মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, ‘ইসকন উগ্রবাদী সংগঠন। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু বিচার ও অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন হেফাজতের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, সদর সভাপতি মাওলানা আবুল বাশার, মুফতি শায়েখ জুবায়ের আহমেদ, মুফতি মনিরুজ্জামান, নাজমুল ইসলাম, মাওলানা বইজিদ খান, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement