১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় দেয়া হবে না : যুবদল সভাপতি

- ছবি : নয়া দিগন্ত

দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কোনো অন্যায় অপরাধ করবেন না। দলীয় পরিচয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমাদের প্রস্তুতি নিতে হবে।'

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মোনায়েম মুন্না প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। ২০০৯ সাল থেকে তারেক রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যে থেকে নির্দেশনা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করেছেন।'

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষের মন জয় করতে হবে। মানুষের কাছে যেতে হবে। কোনো বিভেদ বা বিশৃঙ্খলার রাজনীতি করা যাবে না। দেশনায়ক তারেক রহমান নিয়মিত তৃণমূল নেতা-কর্মীদের খোঁজখবর রাখেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর রাখেন। রাষ্ট্র সংস্কারের পর দেশে নির্বাচন হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি আজ থেকেই নিতে হবে।

তিনি আরো বলেন, ‘মানুষের কল্যাণে দলীয় নির্দেশনা মেনে সমাজ ও গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।'

ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

সভায় আরো বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম তমাল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবিদ কামাল রুবেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ,মিনহাজ আহমেদ প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমীনুজ্জামান সমীন প্রমুখ।


আরো সংবাদ



premium cement