০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে বাসের ধাক্কায় দেবেন্দ্র নাথ পাল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবেন্দ্র নাথা পাল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (পাটনি পাড়া) গ্রামের পরলোকগত হরেন্দ্র নাথ পালের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় দেবেন্দ্র নাথ পাল একদল শূকর নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে দেবেন্দ্র নাথ পালের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, দুর্ঘটনা স্থলে সরেজমিনে গিয়েছি। সেখানে সড়ক দুর্ঘটনায় দেবেন্দ্র নাথ পাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল