চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ০১ অক্টোবর ২০২৪, ২৩:০৬
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আফরোজা খাতুন (৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে আরিফ ইসলামের মেয়ে ও তজবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের মামা মোহসীন আলী খান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজা তার নানির সাথে বাড়িতে ফিরছিল। তারা তজবিজপুর গ্রামের (চৌগাছা-কোঁটচাদপুর) সড়কের মোড়ে পৌছালে একটি এ্যাম্বুলেন্স গাড়ি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার ইসলাম বলেন, তাকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা