২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামে সবার জন্য চাকরি মেলা ১৯ জানুয়ারি

চট্টগ্রামে সবার জন্য চাকরি মেলা ১৯ জানুয়ারি - ছবি : সংগ্রহ

বিডিজবস ডটকম আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সবার জন্য চাকরি মেলার আয়োজন করেছে। কারিগরি ও সাধারণ বিভাগে পড়াশোনা করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এই মেলার আয়োজন করেছে শীর্ষ চাকরির তথ্যদাতা প্রতিষ্ঠান বিডিজবস ডট কম।

সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিডিজবস ডটকম। মেলায় অংশগ্রহণ করতে www.bdjobs.com/jobfair ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।

দেশের শীর্ষস্থানীয় ৭০টির বেশি প্রতিষ্ঠান দুই হাজারের বেশি লোক নিয়োগের উদ্দেশ্যে এই মেলায় অংশগ্রহণ করছে। চাকরির পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এর জন্য মেলায় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানও অংশগ্রহন করছে।

সংবাদ সম্মেলনে বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, এবার চট্টগ্রামে একসঙ্গে দুইটি মেলা আয়োজন করা হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের চাহিদার কথা বিবেচনা করে কারিগরি চাকরি প্রার্থীদের জন্য 'কারিগরি চাকরি মেলা' ও সাধারণ চাকরি প্রার্থীদের জন্য 'ক্যারিয়ার ফেয়ার' এর আয়োজন করা হয়েছে। ফলে সব ধরণের চাকরি প্রার্থীই এখানে তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাবে এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক তথ্য ও পরামর্শ সংগ্রহ করতে পারবে।

তিনি আরও বলেন, মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা কোম্পানিগুলোর বুথে সিভি জমা দেয়ার পাশাপাশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলে কোম্পানি সম্পর্কে জানতে এবং নিজেদেরকে প্রস্তুত করার বিষয়েও ধারণা পাবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিজবসের জি এম ফিন্যান্স মোসাদ্দিক বিন কামাল এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির

সকল