২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

পপি আক্তার : মেহমানরা খাবার খাওয়ার পর মেজবানের বাড়িতে কি থালা ধুয়ে রাখতে পারেন কিংবা মেজবান কি মেহমানদের বলতে পারেন খাবার খাওয়া পাত্রগুলো ধুয়ে রাখতে?
মাওলানা লিয়াকত আলী- মেহমানদারির সাথে শিষ্টাচার ও সৌজন্যের সম্পর্ক। যে আচরণটি শিষ্টতা ও ভদ্রতার পরিপন্থী এবং যে আচরণে মেহমানের সম্মান ক্ষুণ্ন হয়, তা পরিহারযোগ্য। সুতরাং মেজবান কখনো মেহমানকে থালা ধুয়ে রাখতে আদেশ দিতে পারেন না। তবে মেহমান ও মেজবান পরস্পরে সহমর্মী হওয়াও কাম্য। তাই মেহমান যদি মেজবানের ঘনিষ্ঠ কেউ হন, তাহলে পরস্পরের আচরণ নির্দিষ্ট নিয়মের অধীনে থাকতে পারে না। এমন পরিস্থিতিতে মেজবান যদি মেহমানের সহযোগিতা কামনা করেন, তাহলে তাতে দোষের কিছু নেই।


আরো সংবাদ



premium cement