২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

প্রতিটি অঙ্গের সাদকাহ্
আবু হুরায়রা রা: হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সা: বলেছেন, প্রত্যহ যখন সূর্য ওঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ দেয়া অবশ্য কর্তব্য। দু’জন মানুষের মাঝে ইনসাফ দেয়া হচ্ছে সাদকাহ, কোনো আরোহীকে তার বাহনের ওপর আরোহণ করতে বা তার ওপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ, ভালো কথা হচ্ছে সাদকাহ, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ। [বুখারি :২৯৮৯, মুসলিম : ১০০৯]


আরো সংবাদ



premium cement