২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রভাবশালী ৫ আরব শাসকের কার কবর কেমন? (ছবিসহ)

প্রভাবশালী ৫ আরব শাসকের কার কবর কেমন? - ছবি : সংগৃহীত

পৃথিবীতে আগমনকারী প্রতিটি মানুষকেই একদিন চলে যেতে হবে। ধনী কিংবা গরিব, রাজা কিংবা প্রজা, আমির কিংবা ফকির; কেউ পৃথিবীতে স্থায়ী হতে পারবে না। শুধু তাই নয়; পৃথিবীতে তার উপার্জিত কোনো সম্পদও সাথে নিয়ে যেতে পারবে না সে। মৃত্যুর পর এক টুকরো কাফন ও দুই গজ জমিনই তার একমাত্র সম্বল।

আরব বিশ্বের প্রভাবশালী পাঁচজন শাসক, যারা জীবদ্দশায় ছিলেন খুব প্রতাপশালী। কিন্তু মৃত্যুর পর তারাও সাধারণের মতো রিক্তহস্তেই সমাহিত হয়েছেন। তাদের কার কবর কেমন, তা তুলে ধরা হলো-

১. শেখ খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
সদ্যই ইন্তেকাল করলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। গত ১৩ মে ইন্তেকাল করেন তিনি। সূত্র অনুযায়ী শেখ খলিফা একজন প্রখ্যাত দানবীর ছিলেন। জীবদ্দশায় তিনি নিজের সম্পদ থেকে দুঃস্থ্যদের সহায়তায় অন্তত ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি দান করেছেন। পৃথিবীর অত্যন্ত প্রতাপশালী এ শাসককেও খুবই সাদাসিধেভাবে সমাহিত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের মতো একটি ধনী রাষ্ট্রের প্রভাবশালী এক শাসকের এরকম সাধারণ কবর বিশ্ববাসীর জন্য উদাহরণ।kHALIFA-1

২. বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ।
১৯৮২ সালে নিজের ভাই শাহ খালিদের ইন্তেকালের পর সৌদি আরবের শাসন ক্ষমতা হাতে পান বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ। এরপর ১৯৯৭ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফলে তার পক্ষে আর শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। তাই শাসনভার ন্যাস্ত করেন তার সৎ ভাই ক্রাউন প্রিন্স আব্দুল্লাহর ওপর। পরে দীর্ঘ অসুস্থতায় ভুগে ২০০৫ সালে ৮৫ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর পর তাকেও রিয়াদের অখ্যাত একটি কবরস্তানে খুব সাদাসিধেভাবে দাফন করা হয়।KHALIFA-2

৩. বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ।
বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ ছিলেন সৌদি আরবের ষষ্ঠ বাদশাহ। ভাই বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের থেকে তিনি দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেন। তার ভাই-ভাতিজারা তাকেও খুব সাধারণভাবে সাদা কাফনে আবৃত করে দাফন করেন। তাকেও দাফন করা হয় রিয়াদের একটি অপ্রসিদ্ধ কবরস্তানে।KHALIFA-3

৪. শেখ সাবাহ আল-আহমাদ সাবাহ।
২০০৬ সালে তেলের দেশখ্যাত কুয়েতের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন শেখ সাবাহ আল-আহমাদ সাবাহ। ২০২০ সালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর কুয়েতের জাতীয় পতাকায় তার লাশটিকে আবৃত করা হয়। পরে বিশাল গাড়ি বহরে তার স্বজনেরা তাকে নিয়ে যান মসজিদ বেলাল ইবনে রাবাহে। এখানে জানাজা শেষে তাকেও খুব সাদামাটাভাবে সমাহিত করা হয়।KHALIFA-4

৫. সুলতান কাবুস বিন সাঈদ।
আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক সুলতান কাবুস। তিনি ওমান সালতানাতের প্রভাবশালী সুলতান ছিলেন। ২০২০ সালে তার ইন্তেকাল হয়। তিনি ওমানের শাসকের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও স্টেট ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করতেন। তিনিও যখন মৃত্যুবরণ করলেন, তখন তাকে মাসকটের একটি কবরস্তানে স্বাভাবিকভাবেই দাফন করা হলো।KHALIFA-5

-হামারি নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন


আরো সংবাদ



premium cement
ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত

সকল