রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ২৩:১৮
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
রোববার (১৯ মে) জাতিসঙ্ঘের সর্বোচ্চ এই পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের স্বরণে নীরবতা পালন করা হয়।
রোববার জাতিসঙ্ঘের সদর দফতরে নিরাপত্তা পরিষেদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিটের জন্য নীরবতা পালনের আহ্বান জানান মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালনকারী জাতিসঙ্ঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো। তার আহ্বানে সাড়া দিয়ে সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা