১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সুদানের পশ্চিম দারফুরে জাতিগোষ্ঠীগত হামলায় শতাধিক লোক নিহত : জাতিসঙ্ঘ

সুদানের পশ্চিম দারফুরে জাতিগোষ্ঠীগত হামলায় শতাধিক লোক নিহত : জাতিসঙ্ঘ - সংগৃহীত

মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান বলেন, সুদানের আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সহযোগী মিলিশিয়াদের দ্বারা সংগঠিত জাতিগোষ্ঠীগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় পশ্চিম দারফুর অঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভা মানবাধিকার কাউন্সিলকে বলেন, পশ্চিম দারফুরে, আরএসএফ এবং মিত্র আরব মিলিশিয়াদের দ্বারা সংঘটিত উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতিগোষ্ঠীগত আক্রমণের ফলে প্রাথমিকভাবে মাসালিত সম্প্রদায়ের শত শত অ-আরব বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

২০০৩ এবং ২০০৮-এর মধ্যে দারফুরে সংঘাতে ৩ লাখের মতো মানুষ হত্যা এবং ২০ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের ঘটনাগুলো একটি ভয়ানক অতীতের প্রতিধ্বনি যার পুনরাবৃত্তি করা উচিত নয়।

আরএসএফ দ্বন্দ্ব পর্যবেক্ষক, অধিকার গোষ্ঠী এবং সাক্ষীদের এই অভিযোগ অস্বীকার করেছে যে- তারা বেসামরিক মানুষদের ওপর হামলার পেছনে রয়েছে। তবে তারা বলেছে, তাদের সেনাদের কেউ এতে জড়িত থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা গত সপ্তাহে বলেছে, তাদের ধারণা বছরের শেষ নাগাদ সুদান থেকে ১৮ লাখের বেশি মানুষ প্রতিবেশী পাঁচটি দেশে পালিয়ে যাবে।

গণভ্যুত্থানের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার চার বছর পর সুদানে যুদ্ধ শুরু হয়। সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যকার উত্তেজনা বেসামরিক শাসনে রূপান্তরের অংশ হিসেবে তাদের বাহিনীকে একীভূত করার পরিকল্পনা নিয়ে লড়াইয়ের সূত্রপাত হয়েছিল। তারা যৌথভাবে ২০২১ সালে একটি অভ্যুত্থান ঘটিয়েছিল। যদিও বেশ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে, কেউই লড়াই থামাতে সফল হয়নি।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল