২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭ আশ্বিন ১৪৩০, ০৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

করোনা আক্রান্ত ৬৮ কোটি ৬৬ লাখের কাছাকাছি


বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৬ লাখের কাছাকাছি পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৬৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬১৫ জন। মারা গেছে ৬৮ লাখ ৬০ হাজার দুই শ’ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৯১ লাখ ৪২ হাজার ২৬৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৭৯৪ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৩১৩ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৯৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৪৫ জন মানুষের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৮৩২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ২৮৯ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৪৫৯ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭২ হাজার ৬৩৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৪ লাখ সাত হাজার ২৩২ জন। মৃত্যু হয়েছে সাত লাখ এক হাজার ২১৫ জনের।


আরো সংবাদ



premium cement
নাটোরে মাঠ থেকে মুড়ি-বাদাম বিক্রেতার লাশ উদ্ধার বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়া টিকটকার লীনার কারাদণ্ড এ সরকারের প্রতি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই : ১২ দলীয় জোট আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব কায়সার কামাল বিএনপির পটুয়াখালী থেকে পিরোজপুর রোডমার্চ কাল এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল শ্রীপুরে এক অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব বিপিএল খেলতে আগ্রহী সাড়ে ৪ শ’ বিদেশী ক্রিকেটার জাতিসঙ্ঘের আলোচনায় জলবায়ু সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রাধান্য কেমন আছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই : ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে

সকল