০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

করোনায় মৃত বেড়েছে, কমেছে আক্রান্ত


বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত বেড়েছে। কিন্তু কমেছে আক্রান্ত। মারা গেছে ৫৬১ জন। আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ১৮৯ জন।

গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৮১ হাজার ৬৬৫ জন। মারা গিয়েছিল চার শ’ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২৮২ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ২৭ হাজার ৪৮৬ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ১৩০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬১ লাখ নয় হাজার ৮৪৪ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৮১৬ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ পাঁচ হাজার ৯৫২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৭৭১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৩৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ২৯৮ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৯৩ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ চার হাজার ৬৭৭ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৯১৭ জনের।


আরো সংবাদ


premium cement
দিনে ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে সৌদি আরব ফিল্মফেয়ার পুরস্কার ব্যবহার করি বাথরুমের দরজার হাতল হিসেবে : নাসিরুদ্দিন শাহ জাপানে তরুণদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে : ইমরান খান প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন : আইনমন্ত্রী ১১ মাসে রফতানি থেকে ৫০.৫২ বিলিয়ন ডলার আয় : ইপিবি সীতাকুণ্ড বিস্ফোরণের ১ বছর : বিচার, ক্ষতিপূরণ, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটেনি নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব হয়নি : শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা

সকল