০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

করোনায় মৃত ২ সহস্রাধিক


বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত বেড়েছে। কমেছে আক্রান্ত। মারা গেছে দুই হাজার ১৩১ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ২৫ হাজার নয়জন।

গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৩১ হাজার ২২৩ জন। মারা গেছে এক হাজার ৬৫৫ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৬০৯ জন। মারা গেছে ৬৮ লাখ ২৬ হাজার ৩০১ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৬১ লাখ ছয় হাজার ৩২১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৫৮০ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ ৬৬৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ১১৮ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৪৬৯ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৯৪১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৩৩১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ চার হাজার ৬৭৭ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৯১৭ জনের।


আরো সংবাদ


premium cement
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি বনানীতে শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার

সকল