০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে


মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত আরো কমেছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ৮৩৯ জন মানুষ।

রোববার করোনায় আক্রান্ত হয়েছিল তিন লাখ আট হাজার ৯৫৮ জন। মারা গিয়েছিল এক হাজার ৩৬৭ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ১০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৩০ হাজার ৫৬০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ২৬ লাখ ৮১ হাজার ২৫৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৭৭১ জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ৩৪৭ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৬ লাখ পাঁচ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৭৭৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৪২১ জন। মারা গেছে ছয় লাখ ৯৫ হাজার ৩৮০ জন।


আরো সংবাদ


premium cement
মুসলিম হওয়ায় সৌদি আরবকে বেছে নেয়ার দাবি বেনজেমার শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই- নূরুল ইসলাম বুলবুল আইনমন্ত্রীর কথায় ১৫ বছরের দমন নিপীড়ন প্রমাণিত হয়েছে : রিজভী ইউরোপে আশ্রয়ের পথে বাংলাদেশীদের সামনে আরো বাধা ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো পরাজয় নেই : আব্দুল হালিম আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীতে ঝুম বৃষ্টি গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সড়কের উন্নয়নে কাটা হচ্ছে সহস্রাধিক গাছ, হুমকির মুখে পরিবেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের পাওনা বেড়েছে ৬৩,৫৯২ কোটি টাকা

সকল