২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় আক্রান্ত ৩ লাখ, মৃত ২ সহস্রাধিক

- ছবি - ইন্টারনেট

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৮২ হাজার ৩৮২ জন। মারা গেছে দুই হাজার ৪৪৫ জন মানুষ।

গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল তিন লাখ ৩২ হাজার ৫০৭ জন। মারা গিয়েছিল মারা গেছেন ৮৭৮ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৬৫৭ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ১৬ হাজার ১৭৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৬১৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২১ হাজার ২৯৮ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ নয় হাজার ৪২৯ জন। আর মারা গেছে এক লাখ ৬২ হাজার ৯৯০ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৭২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৯৭৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭৫৮ জন। মারা গেছে ছয় লাখ ৯৪ হাজার ৯৪৯ জন।


আরো সংবাদ



premium cement