২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পরবর্তী মহামারী মোকাবেলায় তহবিল চালু জি-২০ মন্ত্রীদের

- ছবি - সংগৃহীত

জি-২০ ভুক্ত সদস্য রাষ্ট্রের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীরা পরবর্তী মহামারী মোকাবেলার লক্ষ্যে এক শ’ ৪০ কোটি ডলারের তহবিল চালু করেছেন।

তবে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এ অর্থ যথেষ্ট নয়।

রোববার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্মেলন উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।

এক ভিডিও বার্তায় উইদোদো বলেন, জি-২০ সম্মেলনে মহামারী প্রতিরোধ ও প্রস্তুতির জন্যে তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জি-২০ ও জি-২০ ভুক্ত নয় এমন দেশও এতে অর্থ প্রদান করবে। কিন্তু এ অর্থ পর্যাপ্ত নয়।

তিনি বলেন, পরবর্তী মহামারী মোকাবেলায় ৩১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

তহবিলে ৪৫ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র যা মোট তহবিলের এক তৃতীয়াংশ।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, বৈশ্বিক সমস্যা মোকাবেলায় জি-২০ কী করতে পারে এই যৌথ তহবিল গঠন তার একটি উদাহরণ।


আরো সংবাদ



premium cement