২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্বে করোনা আক্রান্ত সোয়া ২ লাখ

- ছবি - সংগৃহীত

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সোয়া দুই লাখ মানুষ। আর মারা গেছে প্রায় চার শ’ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৯৮২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৯৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ পাঁচ হাজার ৬৯১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৪০৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৮১২ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৮ হাজার ২৩৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৬১ হাজার ২২১ জন। একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার পাঁচ শ’ জনে।

এরপরেই ইউরোপের দেশ ফ্রান্স। আক্রান্ত তালিকায় মোট শনাক্ত তিন কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ৯০৪ জন। মোট মৃত্যুবরণ করেছে এক লাখ ৫৭ হাজার ২৭৭ জন।

তালিকা অনুযায়ী এরপরেই অবস্থান জার্মানির। সেখানে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে এক লাখ ৫৪ হাজার ৫৩৫ জন।

আক্রান্তে পঞ্চম দেশ হিসেবে ব্রাজিলে তিন কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮৭১ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৪২৫ জনের।


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল