০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিশ্বে করোনা আক্রান্ত ৬৩ কোটি ৭৩ লাখ ছাড়াল


বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৭৩ লাখ অতিক্রম করেছে।

সর্বশেষ ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ২২৮ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৬ লাখ চার হাজার ৪৯৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৫৪০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯৬ লাখ দুই হাজার ৪৭৮ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৮ হাজার ৩৮ জন।

প্রতিবেশী দেশ ভারতে মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৪৪৭ জন। একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৪৮৬ জনে।

এরপরেই ইউরোপের দেশ ফ্রান্স। আক্রান্ত তালিকায় মোট শনাক্ত তিন কোটি ৬৯ লাখ ২০ হাজার ৬৪ জন। মোট মৃত্যুবরণ করেছে এক লাখ ৫৭ হাজার ২৭৭ জন।

তালিকা অনুযায়ী এরপরেই অবস্থান জার্মানির। সেখানে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে এক লাখ ৫৪ হাজার ৫৩৫ জন।

আক্রান্তে পঞ্চম দেশ হিসেবে ব্রাজিলে তিন কোটি ৪৮ লাখ ৯০ হাজার ২৪৩ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৮৮ হাজার ৩৮৪ জন।


আরো সংবাদ



premium cement