২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনা আক্রান্ত ১২ লাখের কাছাকাছি

- ছবি - সংগৃহীত

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি আর মারা গেছেন আড়াই হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বেলা ১২টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ১৪ লাখ সাত হাজার ৯৭৮ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪২ হাজার ২০৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৯১৮ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪১ লাখ ২৮ হাজার ৯০৭ জন। মৃতের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৬৪১ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪১ লাখ ৯০ হাজার ৬৯৭ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৬ হাজার ৮২৬ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ১৭ হাজার ৮৮৮ জন। মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৮২২ জন।


আরো সংবাদ



premium cement