১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় আক্রান্ত ১২ লাখের কাছাকাছি, মৃত দেড় সহস্রাধিক

- ছবি - সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩০১ জন। মারা গেছেন এক হাজার ৬২৩ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৩১৫ জন। মৃতের সংখ্যা ৬৪ লাখ ৩৪ হাজার ৯১২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৬ কোটি এক লাখ ৬৪ হাজার ৩২৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬০৪ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫৮ হাজার ৭২৬ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৭৩২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৬৮৯ জনের।


আরো সংবাদ



premium cement