১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় আক্রান্ত ৩ লাখ, মৃত ৬০৬

- ছবি - সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ৭০৯ জন। মারা গেছেন ৬০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ১১৭ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬১ হাজার ৪৭৪ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫২ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ১২৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৮২৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৫৬৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২২৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৫ লাখ দুই হাজার ৪৬৯ মানুষ। ছয় লাখ ৭২ হাজার ১৭ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement