২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাঙ্কিপক্স বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি নয় : ডব্লিউএইচও

মাঙ্কিপক্স বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি নয় : ডব্লিউএইচও - ফাইল ছবি

বিশ্লেষকদের সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তৈরি করা এক স্বাধীন কমিটি জানিয়েছে যে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক হলেও তা এখনো এমন পরিস্থিতিতে রূপ নেয়নি যাকে ডব্লিউএইচও আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে।

ডব্লিউএইচও এর মহাপরিচালক, টেডরস আধানম ঘেব্রেয়সাস চলমান সংক্রমণকে একটি বিবর্তনশীল স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন।

তিনি এও উল্লেখ করেন যে রোগটি নতুন নতুন দেশ ও অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, প্রয়োজন হলে ওই কমিটি আবারো আরেকটি জরুরি সভায় বসতে সম্মত হয়েছে।

ডব্লিউএইচও মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমায়ার ভিওএ-কে বলেন, কমিটি এমন বিষয়গুলোর তালিকা তৈরি করেছে যেগুলোর কারণে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হতে পারে।

তিনি বলেন, আগামী ২১ দিনে সংক্রমণের হার বৃদ্ধির কোনো প্রমাণ, যার মধ্যে অন্যান্য দেশে উল্লেখযোগ্য হারে সংক্রমণ ছড়িয়ে পড়া। একই সাথে, আমরা যদি দেখি যেসব দেশে আগেই রোগটি হতো সেখানে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই, রোগের মাত্রা বৃদ্ধির প্রমাণ বা ভাইরাসের এমন জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের প্রমাণ যা কিনা রোগের সংক্রমণ বন্ধের সাথে সম্পর্কিত বা সেদিকে নিয়ে যাবে।

লিন্ডমায়ার বলেন, ইউরোপীয় অঞ্চল, উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকাসহ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে মূলত নতুন দেশগুলোতে এলজিবিটিকিউ-প্লাস সম্প্রদায়ের এমন পুরুষ যারা অন্য পুরুষের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হয়, তাদের মধ্যে রোগটি ছড়াচ্ছে। তবে, আগেই যেসব দেশে রোগটির প্রাদুর্ভাব ছিল, সেখানে আমরা শিশু ও নারীদের রোগাক্রান্ত হতে দেখেছি এবং তুলনামূলক দুর্বল সম্প্রদায় ও দুর্বল মানুষদের মৃত্যু ঘটতে দেখেছি।


আরো সংবাদ



premium cement