২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় আক্রান্ত ৬ লাখ, মৃত ৬ হাজার

- ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ। আর মারা গেছেন ছয় হাজারেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৭০৭ জন। আর মারা গেছেন ছয় হাজার ৩১৪ জন। বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৩৭ লাখ সাত হাজার ৯০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৫৩৭ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৯১৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৮১৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৪০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৩৭৫ মানুষ। ছয় লাখ ৬৮ হাজার ৯৬৮ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement