২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

করোনায় মৃতের সংখ্যা ৬৩ লাখ ছাড়ালো

- ছবি - সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৯২ জন।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৮৭৮ জন।

আর সুস্থ মানুষের সংখ্যা ৪৯ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ৭৮১ জন।

এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়েছিল আরো সাত লাখ ৮৩ হাজার ২০৯ জন। মারা গিয়েছিল এক হাজার ১৭ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় লাখ ৯৮ হাজার ১৪৯ জন মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪৫৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৭৯ লাখ এক হাজার ২২০ জন। ছয় লাখ ৬৫ হাজার ৬৮০ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল