১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে মিয়ানমারের আসন থাকছে খালি

যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে মিয়ানমারের আসন থাকছে খালি -

দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র-আসিয়ান (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনে মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব করতে, একটি খালি আসন রাখার বিষয়ে একমত হয়েছে বাইডেন প্রশাসন এবং আসিয়ান নেতারা।

জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ভিওএ-কে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে সম্মেলনটির আয়োজন করেছেন।

আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে পুরো বৈঠকজুড়েই মিয়ানমার ‘নিবীড় আলোচনার বিষয়বস্তু’ হয়ে থাকবে এবং খালি আসনটি ‘যা হয়েছে তার প্রতি অসন্তোষ এবং সামনে আরো ভালো একটি পথের প্রতীক্ষায় আমাদের আশাকে’ প্রতিফলিত করবে।

গত বছর আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ সত্ত্বেও জান্তার মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকায় প্রশাসনিক কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র একাধিক প্রস্তাবকে সমর্থন করছে। এর মধ্যে নির্বাসনে থাকা মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি) এর সাথে আসিয়ানের অনানুষ্ঠানিক যোগাযোগ আরম্ভের প্রস্তাবও রয়েছে। মালয়েশিয়ার এই প্রস্তাবের প্রতি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা অতি দ্রুতই নিন্দা জানিয়েছিল।

পাঁচ দফা ঐকমত্য ব্যর্থ হওয়ার মূল কারণগুলোর একটি হচ্ছে, এখনো পর্যন্ত আসিয়ান শুধুমাত্র মিয়ানমারের জান্তার সাথেই আলাপ চালিয়েছে। এমনটি মনে করেন গ্রেগরি বি পোলিং, যিনি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো।

ভিওএ-কে পোলিং বলেন, এনইউজি সংশ্লিষ্ট বাহিনী এবং জাতিগোষ্ঠীগত সশস্ত্র সংগঠনগুলো লড়াইতে জয়ী হচ্ছে এবং দেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। তাই তাদের সাথে আলাপ না করাটা দিনকে দিন আরো উদ্ভট বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মেলন চলাকালে এনইউজি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

সকল