২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাতিসঙ্ঘে ভোটাধিকার হারালো ইরান, ভেনেজুয়েলাসহ আরো ছয় রাষ্ট্র

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ অধিবেশন - ছবি : সংগৃহীত

চাঁদা পরিশোধ করতে না পারায় জাতিসঙ্ঘের ভোটাধিকার হারিয়েছে ইরান, ভেনেজুয়েলাসহ আরো ছয় রাষ্ট্র। বুধবার জাতিসঙ্ঘের বিভিন্ন নথিতে এসব তথ্য পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

১১ অক্টোবর তারিখের এক চিঠিতে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসঙ্ঘ সনদের নিয়ম অনুসারে ১১ দেশের চাঁদা বাকি। এসব দেশের মধ্যে আছে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বাডোস, কমোরোস, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরান, পাপুয়া নিউ গিনি, সাও টোমে অ্যান্ড প্রিন্সেপ, সুদান, ভানুয়াতু, সোমালিয়া ও ভেনিজুয়েলা।

জাতিসঙ্ঘ সনদের শর্ত অনুসারে সদস্য দেশগুলোকে একটি নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। যদি টানা দু’বছর চাঁদা দেয়া বাকি থাকে তাহলে জাতিসঙ্ঘের ওই সদস্য দেশটি তার ভোটাধিকার হারাবে। তবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ওই সকল দেশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে না, যে দেশগুলোর পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে চাঁদা দেয়া বাকি থাকলেও ওই দেশগুলো ভোটাধিকার পাবে। তবে, এ ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে হবে। এ নিয়ম অনুসারে আফ্রিকার দেশ কমোরোস, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে ও সোমালিয়া তাদের ভোটাধিকার হারায়নি।

বাকি আট দেশ তাদের ভোটাধিকার হারিয়েছে। ওই দেশগুলো হলো, অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বাডোস,কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরান, পাপুয়া নিউ গিনি, সুদান, ভানুয়াতু ও ভেনিজুয়েলা।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল