২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতর - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘের রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বুধবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে তেল বাণিজ্য সুবিধা প্রসারিত করার এবং পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ক্রিয়াকলাপের সুবিধার্থে এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বর্ণিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার বিষয়ে মহাসচিবের আহ্বান পুনর্ব্যক্ত করছি।'

২০১৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাবে ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের শক্তিধর ছয় দেশের পরমাণু কার্যক্রম বিষয়ক জেসিপিওএকে সমর্থন দেয়া হয়।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সেই সঙ্গে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের সঙ্গে আলোচনাক্রমে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালের ৮ মে চুক্তি প্রত্যাহারের ঘোষণা দেয়।

ব্রিফিংয়ে ডিকার্লো ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সাথে বোঝাপড়া আবার শুরু করার আহ্বান জানান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement