২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

করোনা নিয়ে আবারো মহাসঙ্কটে বিশ্ব, বিপজ্জনক পথে বেশ কিছু দেশ

- ছবি : সংগৃহীত

করোনা মহামারী পরিস্থিতির এক আশঙ্কাজনক অবস্থানে পৌঁছেছে বিশ্ব এবং কিছু দেশ অতি বিপজ্জনক পথে হেঁটে চলেছে। শুক্রবার এমনই মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন,’করোনা মহামারীর এক আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে বিশ্ব, বিশেষ করে উত্তর গোলার্ধ্ব। আগামী কয়েক মাস অত্যন্ত কঠিন হতে চলেছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে হাঁটছে।’

তিনি বলেন, ‘আরো অপ্রয়োজনীয় মৃত্যু রোধ করতে এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়া ও ফের স্কুল বন্ধ হওয়ার মতো ঘটনা এড়াতে বিশ্বের নেতাদের অবিলম্বে পদক্ষেপ করতে আমরা আহ্বান জানাচ্ছি। এর আগে ফেব্রুয়ারি মাসেও যা বলেছিলাম, এখন তারই পুনরাবৃত্তি করতে চাই, এটা কোনো কুচকাওয়াজ নয়।’

গেব্রিয়াসিস বলেন, ‘বেশ কিছু দেশ বিপজ্জনক অবস্থানে রয়েছে এবং বিপুল হারে সংক্রমণ সেখানে দেখা দিচ্ছে। এই সমস্ত দেশে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্থানাভাব দেখাদিতে শুরু করেছে। মনে রাখতে হবে, আমরা সবে অক্টোবরে পৌঁছেছি।’

তার মতে, সংক্রমণের হার কমাতে এই সমস্ত দেশের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে কোভিড পরীক্ষার মানোন্নয়ন, সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধান পাওয়া এবং জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন মানুষদের বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপই বাধ্যতামূলক লকডাউনের হাত থেকে রক্ষা করতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement